পাবনার ফরিদপুর উপজেলার কেনাই গ্রামে ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর সাইফুল ইসলাম (৩৫), হযরত আলী (৩১) উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের কেনাই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুঙ্গুলী ইউনিয়ন পরিরষদের চেয়ারম্যান আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই গ্রামের দুই ভাই সাইফুল ও হযরত আলী দুপুরে কেনাই গ্রামের মাঠে ধানের জমিতে সেচ দিতে যায়। সেচযন্ত্র চালু করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই ঘটনাস্থলেই মারা যায়। মর্মান্তিক এ ঘটনায় কেনাই গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা