২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুই বাংলার হাজারো মানুষের পদচারণায় মুখর হলো সীমান্তের শূন্য আঙিনা। সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য আঙিনায় উদযাপিত হয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ঘড়ির সময় তখন রবিবার সকাল ১০টা। ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে সীমান্তের শূন্য আঙিনায় জমায়েত হয় হাজারো মানুষ। শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশন। ক্ষণিকের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় আন্তর্জাতিক সীমারেখা।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির কারণে যৌথভাবে দিবসটি পালন না হলেও দুই দেশের সীমান্তের নিজ নিজ সীমানায় পৃথকভাবে দিবসটি পালিত হয়।
আমন্ত্রিত অতিথিরা জাতীয় পতাকা অর্ধনমিত করেন। মঞ্চের পাশে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, পৌরসভা, প্রেসক্লাব সহ পশ্চিমবঙ্গের হিলি ও বালুঘাটের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
এসময় ভাষার টানে ছুটে আসা দুই বাংলার আবেগপ্রবণ মানুষেরা মিলেমিশে একাকার হয়ে যায় সীমান্তের শূন্য আঙিনায়।
হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দের মাধ্যমে সীমান্তের ভারত অংশে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ভারতের উজ্জীবন সোসাইটির নেতৃবৃন্দ হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে সীমান্তের বাংলাদেশ অংশে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলক্ষে সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাকিমপুর উপজেলা কমান্ডের কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান হাকিমপুর কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানার ওসি মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শাহিনুর রেজা শাহীন, পৌর আওয়ামী লীগের সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দুই বাংলার শিল্পীরা সীমান্তের দুই আঙিনায় সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশন করেন।
এ সময় সেখানে বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী ও বিএসএফ ১৯৯ পতিরাম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আলকেস সিং উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ