ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দিতে অগ্নিকাণ্ডে এক প্রবাসির বসত ঘরসহ সকল মালামাল ভষ্মীভূত হয়ে গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দরিকান্দি মুন্সী বাড়ির সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘর, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি জানায়।
বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, অসুস্থতার জন্য বিদেশ থেকে এসে ঢাকায় চিকিৎসা করাতে গিয়েছিলাম। এই অগ্নিকাণ্ডে আমার জীবনের সবকিছু ধ্বংস হয়ে গেছে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ