নিখোঁজের তিনদিন পর আজ রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ির পর্যটন এলাকা রিছাং ঝর্ণা থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আজিজুল হক শান্ত(২৪) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পাওয়ার খবর শান্তর বাড়ি মাটিরাঙ্গায় পৌছঁলে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ধন বিকাশ ত্রিপুরা নামে এক যুবককে আটক করেছে।
গত বৃহস্পতিবার খাগড়াছড়ি থেকে মাটিরাঙা যাওয়ার পথে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক আজিজুল হক শান্ত(২৪) নিখোঁজ হয়। নিখোঁজের ৩দিন পর আজ রবিবার তার লাশ পাওয়া যায়। এ নিয়ে গতকাল শনিবার তাঁর পিতা ছালেহ আহম্মদ মাটিরাঙা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মাটিরাঙা থানার ওসি শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আজিজুল হক একজন ভাড়ায় চালিত মটরসাইকেল চালক ছিলেন। পুলিশ আজ তার লাশ উদ্ধার করে। নিখোঁজের একদিন পর অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে তার বাবা ছালেহ আহম্মদ গত শনিবার মাটিরাঙা থানায় একটি সাধরণ ডায়েরি করেন। সকালে ধন বিকাশ ত্রিপুরা নামে এক সন্দেহভাজন যুবক আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শান্তর লাশটি উদ্ধার করা হয়।
এদিকে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ জানান, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকাল- সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
মাটিরাঙ্গায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত পর্যটক বিপাকে পড়েন। দীর্ঘ আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিরাপত্তাবাহিনী মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রশাসন উত্তপ্ত এলাকাবাসীদেরকে আশ্বস্ত করে যে, অচিরেই অপরাধীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। লাশ পোস্টমডেমের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ