নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ী তার নিজ জমিতে দোকান ঘর তুলতে গেলে স্থানীয় চাদাঁবাজরা বাধা প্রদান করে ও তার কাছ থেকে কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় ঘর তোলা বন্ধ করে দিয়ে ব্যবসায়ীকে লাঠিপেটা ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগার পাড়া হাছেন মার্কেট বাজারে এ ঘটনা ঘটে ।
ব্যবসায়ী ইসলাম উদ্দিনের ছেলে আরেফিন আলম জানান, গুতিয়াবো আগার পাড়া এলাকার হাছেন মার্কেটে তার বাবা নুরুল ইসলাম ওরফে ইসলাম উদ্দিনের ১ শতাংশ জমি রয়েছে। রবিবার সকালে ওই জমিতে ইসলাম উদ্দিন একটি টিনসেড দোকান ঘর তুলতে গেলে এলাকার চিহ্নিত চাাঁদাবাজ আলম মিয়া ও পারভেজ মিয়া আরেফিনের পিতা ইসলাম উদ্দিনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেয়ায় এলাকার চিহ্নিত চাঁদাবাজ আলম মিয়া, পারভেজ মিয়ার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলম মিয়া ও পারভেজ মিয়া, আনোয়ার, রফ মিয়া, সোবাহানসহ ৮/১০ জনের একদল চাঁদাবাজ ব্যবসায়ী ইসলাম উদ্দিনকে লাঠিপেটা ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা ইসলাম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ইসলাম উদ্দিনের ছেলে আরেফিন আলম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা