বাগেরহাটের মোরেলগঞ্জে একটি লাইব্রেরিতে হামলা, ভাংচুর ও দুই সহোদরকে পিটিয়ে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন ইসলামীয়া লাইব্রেরি এন্ড স্টেশনারি দোকানে এ ঘটনা ঘটে।
মারপিটে আহত দোকান মালিক নজরুল ইসলাম মোল্লা (২২) ও তার ছোট ভাই সোহাগ মোল্লা (২০) জানান, ১০/১২জনের একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের দোকানে হামলা করে। হামলাকারীরা দোকানের মালামাল তছনছ করে এবং ওই দুই ভাইকে পিটিয়ে লক্ষাধিক টাকা ক্যাশবাক্স থেকে হাতিয়ে নিয়ে যায়।
এ সম্পর্কে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক অবস্থায় এ ঘটনার কোন কারন জানাতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা