গাইবান্ধায় পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, তিনটি পেট্রোল বোমা ও বেশ কয়েক কেজি গাজা উদ্ধার করেছেন র্যাব-১৩ সদস্যরা।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ট্রেনটিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ওই অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করেন।
র্যাব সূত্র জানায়, ট্রেনটি গাইবান্ধা রেল স্টেশনে পৌঁছালে তারা গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের বিভিন্ন কামরায় তল্লাশি চালান। এসময় ৫ নম্বর কামরায় একটি ব্যাগ ও বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগ ও বস্তাটির মালিক খুঁজে না পেয়ে স্টেশন চত্বরে নিয়ে আসেন। ব্যাগ ও বস্তাগুলো খোলার পর ওই পিস্তল, পেট্রোলবোমা ও মাদকদ্রব্য পাওয়া যায়।
গাইবান্ধা র্যাব ১৩ এর এএসপি কায়সার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ