কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় দুইটি সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নয়জন। রবিবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর সড়কে বরুড়ার চেঙাহাটা কেশনপাড়া এলাকায় তিশা এক্সক্লুসিভ বাস দুটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। আহত হন আরো ৯ জন যাত্রী। রাত ৮ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক নারী যাত্রীর মৃত্যু হয়।
হতাহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে ৪ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু'টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। একজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ