নোয়াখালী সুধারাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মটরসাইকেল চোরকে আটক করেছে। রবিবার বিকেলে বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের কাবিল মাষ্টারের ছেলে নিজাম উদ্দিন তারেক (২৮) ও একই উপজেলার চৌমুহনী করিমপুর গ্রামের রহমত উল্যার ছেলে মোশারফ হোসেন রুবেল প্রকাশ পরী রুবেল (৩০)।
সুধারাম থানার ওসি (তদন্ত) মীর্জা মো. হাসান জানান, গ্রেফতারকৃতরা গত ১৩ ডিসেম্বর বিশাল সেন্টারের সামনে থেকে মটরসাইকেল চুরি করেছিল। তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা নং -১০। তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ