চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদায় কাঁচা ঘরের দেওয়াল চাপা পড়ে লুৎফর রহমান (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমান খয়েরহুদা গ্রামের আমির হোসেনের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, রবিবার দুপুর ১টার দিকে লুৎফর রহমান নিজ বসতঘরের কাঁচা ঘরের দেয়াল ভাঙার সময় দেয়ালের একটি অংশ তার শরীরের উপরে পড়লে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ