চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমার নদ থেকে অনুমানিক ৩৫ বছর বয়স্ক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় এলাকার লোকজন কুমার নদের পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরনে সাদা লুঙ্গি ও ধুসর রঙের জ্যাকেট ছিল। ধারণা করা হচ্ছে শনিবার কোন এক সময়ে এই ব্যক্তি মারা গেছেন। তবে এটি হত্যা নাকি দুঘর্টনায় মৃত্যু তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাবার পরই বলা যাবে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ