এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শরিফুল ইসলাম হুমুর(২৬) হাতের দুইটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। আহত শরিফুল ইসলাম ভিটশ্বর গ্রামের আব্দুস সাত্তার মহুরীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সাথে ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার মহুরীর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে দুপুরে নলডাঙ্গা মাছ বাজারে বসে থাকা অবস্থায় সাত্তার মহুরীর ছেলে শরিফুল ইসলামকে ৪/৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় সন্ত্রাসীরা তার বাম হাতের দুইটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আহতের পিতা আব্দুস সাত্তার মহুরী দাবি করেন, চেয়ারম্যান রবির বাহিনীর ক্যাডাররা তার ছেলেকে কুপিয়ে জখম করেছে।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ