'অসহায় ও দুঃস্থদের মুখে অন্য তুলে দাও' শ্লোগান নিয়ে টাঙ্গাইলের সখিপুরে ২ হাজার ৬শ' পরিবারের মাঝে প্রতিমাসে ১০ কেজি করে চাল বিতরণ করছেন মালয়েশিয়া প্রবাসি তরিকুল ইসলাম বিদ্যুৎ। আজ সোমবার বিদ্যুতের এ স্বেচ্ছাসেবী কর্মসূচি উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অনুপম শাহজাহান জয়।
আজ দুপুরে সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের তৈলধারা বাজার মাঠে চাল বিতরণ করা হয়।
কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন, সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, আওয়ামী লীগ নেতা শামসুল হক, কাজী ফরিদ সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, মালয়েশিয়া প্রবাসী তরিকুল ইসলাম বিদ্যুৎ নিজস্ব উদ্যোগে কাকড়াজান ইউনিয়নে তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ, দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়াসহ রাস্তাঘাট নির্মানেও ভূমিকা রাখছেন।
এ ব্যাপারে তরিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, নিজে ভালোভাবে জীবিকা নির্বাহ করার পরও কিছু মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার সামর্থ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। যেটুকু পারছি, সেটুকু করার চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ