কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার দুপুরে বহুল আলোচিত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে(৪০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের নুরুল ইসলামের পুত্র। এর আগে সকালে বিজিবি সদস্যরা তাকে ৫০ বোতল ফেনসিডিলসহ পার্শ্ববর্তী সালুকিয়া গ্রাম থেকে আটক করা হয়।
বিজিবি ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ভারত সীমান্তবর্তী সালুকিয়া থেকে শহিদুল ইসলামকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুই মাস আগে সে গাঁজাসহ আটকের ঘটনায় দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পায় বলে স্থানীয়রা জানায়।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ