নোয়াখালীর উপকূলীয় দুই উপজেলা হাতিয়া ও সুবর্নচরে উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সোমবার দুপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুবর্নচর উপজেলার চর ওয়াফদা, চর জব্বর, চরক্লার্ক, চর জুবলি, চর আমানুল্লাহ, মোহাম্মদপুর, চরবাটা ও পূর্ব চরবাটায় ইউনিয়নে এবং হাতিয়ার চর ঈশ্বর, চর কিং, তমরদ্দিন, সোনাদিয়া, বুড়ির চর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন