বাগেরহাটের মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে চলে চেয়ারম্যান ও মেম্বর পদে মনোনয়ন জমা, গ্রহণের কাজ।
এরমধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা। ধানের শীষের বিপরীতে ৭টি ইউনিয়নে রয়েছে বিএনপিরও বিদ্রোহী প্রার্থী। শুধু মাত্র ২নং পঞ্চকরন ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী নেই। এখানে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী আব্দুর রাজ্জাক মজুমদার।
খাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর প্রতিপক্ষ হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন বড় ভাই আ. লীগ নেতা সিদ্দিক হাওলাদার। বারইখালী ইউনিয়নে আ. লীগ প্রার্থী শফিকুর রহমান লাল এর প্রতিপক্ষ হয়েছেন যুবলীগ নেতা মুরাদ হাওলাদার। বনগ্রামে আ. লীগ প্রার্থী রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার ছোট ভাই প্রশান্ত দাস। বিএনপি মনোনীত প্রার্থী মোল্লা আব্দুস সামাদ এর বিপরীতে বড় ভাই আব্দুল জব্বার মোল্লা প্রার্থী হয়েছেন। হোগলাপাশায় বিএনপির মফিজুল হকের বিপরীতে তার পুত্র মাহমুদ হাসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এখানে আ. লীগের প্রার্থী ইলিয়াস শেখের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নান্না। নিশানবাড়িয়ায় বিএনপির লোকমান হাওলাদার এর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর হোসেন রুনু। জিউধরা ইউনিয়নে আ. লীগের জাহাঙ্গীর আলম বাদশার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিত আ. লীগ নেতা মো. হাবিবুর রহমান ও তার পুত্র যুবলীগ নেতা হাসিবুর রহমান।
এছাড়া নিশানবাড়িয়া, তেলীগাতী, বলইবুনিয়া, রামচন্দ্রপুর, চিংড়াখালী ও মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন