সিলেটে রাত জেগে পাহারা বসিয়ে তিন ডাকাতকে আটক করেছে জনতা। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের বানেশ্বরপুর গ্রাম থেকে প্রাইভেট কারসহ তাদেরকে আটক করা হয়।
তেতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান আলী জানান, কয়েকদিন আগে তার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুরিগাঁওয়ের দুইটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে সুরিগাঁও, বানেশ্বরপুর ও দক্ষিণ বলদি গ্রামের ২৭০ জন যুবক মিলে রাতে পাহারা বসান। সোমবার ভোররাতে বানেশ্বরপুর গ্রামে প্রাইভেট কার নিয়ে চারজন ডাকাত প্রবেশ করে। এসময় পাহারার দায়িত্বে থাকা যুবকরা প্রাইভেট কারের গতিরোধ করলে একজন পালিয়ে যায় ও তিনজন ধরা পড়ে। গাড়ি থেকে তালা ভাঙার একটি যন্ত্র ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার এসআই অঞ্জন ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ