ইংরেজি দৈনিক ডেইলি স্টার'র সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন চুয়াডাঙ্গা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফি। সোমবার দুপুরে এ মামলা দায়ের করেন তিনি।
অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি জানান, জননেত্রী শেখ হাসিনা দেশকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছেন। অথচ, তার মান-সম্মানের কথা চিন্তা না করে ইচ্ছাকৃতভাবে মাহফুজ আনাম তার পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
আদালতের বিচারক ড. এবিএম মাহমুদুল হক মামলাটি পরবর্তী আদেশের জন্য আগামি ৮ মার্চ দিন ধার্য করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ