২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বারে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সোমবার ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে আওয়ামী লীগের ১৩, বিএনপি’র ১২, জাতীয় পার্টির (এ) ৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৯ জন ও স্বতন্ত্র প্রার্থী ৩০ জন রয়েছেন।
এছাড়াও ইউনিয়নগুলোর সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ১০৯ ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৪২৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া জারু, মোস্তফা কামাল চৌধুরী, কামরুল হাসান, এমএ রশিদ, খন্দকার এমএ ছালাম, সোহরাব হোসেন, সিরাজুল ইসলাম সরকার, মো. ময়নাল হোসেন, মো. সফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল, মো. জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন, মো. তাজুল ইসলাম।
বিএনপি মনোনীত প্রার্থীরা হচ্ছেন- মো. নাছির উদ্দিন, মাহবুব আলম, মোহাম্মদ হোসেন, জাহিদ হাসান, মো. মিজানুর রহমান, কাজী মাসুদ হাছান, আনোয়ার হোসেন ভূঁইয়া, জাকির হোসেন, আজহারুল ইসলাম ভূঁইয়া, মনিরুল ইসলাম তাজু, মো. হারুনুর রশিদ, মো. শহিদুল ইসলাম।
জাতীয় পার্টির (এ) প্রার্থীরা হচ্ছেন- মো. শাহজাহান, মহিউদ্দিন সরকার মজনু, আবুল কালাম ভূঁইয়া, আলেক মিয়া, মমতাজ উদ্দিন মজুমদার, মো. রুহুল আমীন, মো. আক্তার হোসেন, একে আজাদ।
এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- ইউনুছ মাস্টার, ডা. জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম সরকার, গোলাম সারোয়ার ভূঁইয়া মুকুল, মফিজুল ইসলাম, আনোয়ার হোসেন, এমএ হান্নান, নোয়াব আলী খাঁন, মো. নুরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন