ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১১৯ ও সাধারণ সদস্য পদে ৪০৫ প্রার্থীর মনোনয়পত্র দাখিল করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৯ জন ছাড়াও উভয় দলের বিদ্রোহী ও স্বতন্ত্র এবং অন্যান্য দলের ৩০ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল আক্তারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ধামাইনগর ইউনিয়নে ৪, সংরক্ষিত মহিলা পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৪২। সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত মহিলা ১৪ ও সাধারণ সদস্য পদে ৪৫ জন। ধুবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন। ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ জন। চান্দাইকোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৬ জন। ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৯ জন। নলকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন। পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন এবং ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন।
রায়গঞ্জ উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার রায় জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি যাচাই-বাছাই আর প্রত্যাহার আগামী ২রা মার্চ। এরপর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন