ঝিনাইদহের মহেশপুর উপজেলার হলিদাপাড়ায় সোমবার গভীর রাতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি সন্টু হোসেন (২৮) নিহত হয়েছেন। নিহত সন্টু লালপুর গ্রামের রওশন আলীর ছেলে। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকিমুল ইসলাম নামে এক সেলুন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজহার নামীয় প্রধান আসামি।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বৃহস্পতিবার মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের মাঠের ক্ষেত থেকে আকিমুল ইসলাম নামে এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্টু হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সোমবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে মহেশপুর উপজেলার হলিদাপাড়ায় মামলার অন্য আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গোলাগুলির একপর্যায়ে ঘটনাস্থলে সন্টুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ