ফরিদপুরের ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়ার চরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। সংঘর্ষের সময় ১৬টি বাড়ি ভাংচুর করা হয়েছে। লুট করা হয়েছে ক্ষেতের পেঁয়াজ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রবিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। গত দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও বাড়ী ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরা। দেশীয় অস্ত্র নিয়ে একে ওপরের উপর হামলা চালায়। হামলায় জামাল শেখ নামের এক যুবক নিহত হয়। আহতদের ভাংগা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা