বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায থেকে মঙ্গলবার সকালে ২০ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক হওয়া ব্যক্তিদের নাম জানা যায়নি। খবর বাংলানিউজের।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ২০ বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা