রাজশাহীর বাঘা উপজেলার হরিনা গ্রামে ইলেকট্রিক তারের ফাঁদে আটকা পড়ে রিংকু নামের এক গরু চোরের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গরু চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঘা উপজেলার হরিনা গ্রামের জাহাঙ্গীর হোসেন গরু পালন করেন। তার বাড়ি থেকে গরু ও ছাগল চুরি হয়ে যাওয়ার কারণে প্রতিরাতে ইলেকট্রিক তারের ফাঁদ পেতে ঘুমান। সোমবার গভীর রাতে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে গরু চুরি করতে আসলে ওই ফাঁদে আটকা পড়ে রিংকুর মৃত্যু হয়।
ওই গ্রামের ইউপি সদস্য আবদুর রাজ্জাক জানান, রিংকু এলাকায় গরু চোর হিসেবে পরিচিত। রাতে চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করলে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে তার ধারণা।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহামুদ জানান, বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রাখা আইনসঙ্গত নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা