লক্ষ্মীপুরে একটি সিএনজি গ্যারেজে আগুন লেগে ১৫টি সিএনজি অটোরিক্সা সম্পূর্ণ ও ৫টি দোকানের আংশিক পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি চালিত অটোরিক্সার ব্যাটারির স্পার্ক অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চরচামিতা বাজারের শামছুদ্দিনের ভাড়া নেয়া একটি সিএনজি অটোরিক্সার গ্যারেজে রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো গ্যারেজজুড়ে ও পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে মসজিদের মাইকে তা ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গ্যারেজে থাকা ১৫টি সিএনজি অটোরিক্সা ও ৫টি দোকানের আংশিক পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। তারা সহায় সম্বল হারিয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ আহাম্মদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৭ থেকে ৮ লাখ টাকা ধরা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা