দিনাজপুর-বিরামপুর মহাসড়কের পাশে বিরামপুরের টাটকপুর জংগল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর-বিরামপুর মহাসড়কের পাশে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বিরামপুর পুলিশ।
স্থানীয় বাসিন্দা মো. মাহাবুব জানান, বিরামপুরের পাশে টাটকপুর জংগলে মঙ্গলবার সকালে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বিরামপুর থানার এস আই শাহ আলম জানান, প্রায় ২৮ বছর বয়সী শ্যামলা বর্ণ ও হালকা পাতলা গড়নের ঐ যুবকের গলায় গামছা পেঁচানো ছিল। লাশের পরনে চেক সার্ট ও জিন্সের প্যান্ট ছিল।
বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গলায় গামছা পেঁচিয়ে যুবককে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা