পঞ্চগড়ের দেবীগঞ্জে মন্দিরের পুরোহিতকে ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামির বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাম্মদ মারজিয়া খাতুন এ আদেশ দেন।
পিপি আমিনুর রহমান জানান, আসামিদের আদালতের হাজির করে পুলিশের পক্ষ থেকে দুই মামলায় মোট ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেককে মোট ১৫ দিন করে হেফাজত মঞ্জুর করেন। এর মধ্যে হত্যা মামলায় ১০ দিন ও বিস্ফোরক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গ্রেফতার তিন আসামি হলেন- খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে প্রথম দুজন ‘জেএমবি সদস্য’ এবং অন্যজন ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা বলে পুলিশের দাবি।
প্রসঙ্গত, রবিবার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামের সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর আগে তাদের গুলি ও বোমায় আহত হন আরও দুজন।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব