বগুড়ার ধুনট উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে সহায়তার অভিযোগে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুুরে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে দুই শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার গোসাইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল সেখ ও সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিমন আকতার।
ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মশিউর রহমান জানান, সকালে গণিত পরীক্ষা চলাকালে ১১৬নং কক্ষে দুলাল শেখ ও লিমন আকতার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এ সময় দেখাদেখি করে লেখায় দুই ছাত্রের খাতা নিয়ে ওই শিক্ষকদের জিম্মায় রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু নির্ধারিত সময়ের আগেই খাতা ফেরত দিয়ে দেন শিক্ষকরা।
বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ওই শিক্ষকদের কেন্দ্র থেকে বহিষ্কারের আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন