মাদকদ্রব্য অবৈধভাবে নিজেদের কাছে রাখার দায়ে দুই নারীসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমাম আলী সেখ এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো-মাদারীপুরের শিবচর থানার অলেপুর গ্রামের মৃত ইকবাল হোসেনের স্ত্রী পারুল আকতার (৩৫), শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আছমা বেগম (৩২) ও ঝালকাঠি জেলার নলসিটি থানার ডুবিল গ্রামের শাহজান আলীল ছেলে মঞ্জু মিয়া (২৫)। এদের মধ্যে মঞ্জু মিয়া রায় ঘোষনার সময় উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ২৬ মে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের গোলচত্ত্বর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ দণ্ডপ্রাপ্ত তিনজনকে আটক করেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক মোস্তফা মনোয়ারুল বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদন অভিযুক্ত তিনজনের নামেই আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। আসামী পক্ষে এ্যাড. হুমায়ন কবির ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি সিরাজুল হক সরকার মামলাটি পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন