সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরনখোলা উপজেলার মরা পশুর নদী সংলগ্ন কোকিলমনি এলাকা থেকে ৫৪ জন বনদস্যুকে আটক করেছে মংলা কোস্টগার্ড।
সোমবার সন্ধ্যায় পুর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের কোকিলমনি গহীন বন থেকে তাদের আটক করা হয়।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের (অপারেশন) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এসএম ফজলুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যুদের অবস্থান জানতে পেরে কোস্টগার্ড অভিযান শুরু করে। শরনখোলা উপজেলার মরা পশুর নদী সংলগ্ন কোকিলমনি এলাকা থেকে সন্দেহভাজন ৫৪ জন বনদস্যুকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১টি ইঞ্জিন চালিত নৌকা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি হাত করাত, ৫টি বিভিন্ন প্রকারের ছুরি উদ্ধার করে। তবে তাদের কাছ থেকে কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড। আটককৃত বনদস্যুদের মংলার ডাংমারি ফরেস্ট অফিসে হন্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন