বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ২০গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানকালে ৩টি সিসি ক্যামেরা, ১টি এলইডি মনিটর, ১টি কন্ট্রোলার, মাদক বিক্রির নগদ ১লাখ ৮৩ হাজার ৮২০টাকা ও ১টি হাওয়াই এনএফসি মোবাইল ফোন জব্ধ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মদনপুর গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে মজিবর রহমান মজনু (৪৫) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪০)।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম জানান, বগুড়া র্যাব-১২ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে মজনুর বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় র্যাবের ডিএডি নায়েক সুবেদার আশরাফ আলী বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন