কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আ’লীগ ও জাপাসহ ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে বিভিন্ন অভিযোগে এসব প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার ভানী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান ভূইয়া মুকুল বিসিআইসি’র ডিলার হওয়ার অভিযোগে এবং সুলতানপুর ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ মমতাজ উদ্দিন মজুমদারের নাম ভোটার তালিকায় না থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়।
এছাড়াও ভোটার তালিকায় নাম না থাকা এবং মনোনয়ন ফরম পূরণে ভুলের কারণে এলাহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল, সুবিল ইউনিয়নে মাহবুবুর রহমান ও রসুলপুর ইউনিয়নে আঃ আউয়াল মুন্সীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। অপর দিকে বিভিন্ন কারণে ফতেহাবাদ ইউনিয়নে সংরক্ষিত ১ নং ওয়ার্ডের জেসমিন আক্তার, ৪ নং ওয়ার্ডের আবু হানিফ ও ৫ নং ওয়ার্ডের জুয়েল মিয়ার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন