নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক বকুল হোসেন (২৭) নিহত হয়েছেন।
নিহত বকুল হোসেন নিয়ামতপুর উপজেলার শালবাড়ী এলাকার বাসিন্দা।
এ ঘটনায় ইজিবাইকের যাত্রী বাহার আলী নামে একজন আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানায়, বকুল হোসেন ট্রলিতে আলুর বস্তা নিয়ে রাজশাহীর কেশরহাট এলাকার একটি কোল্ডষ্টোরেজে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ট্রলির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল নিহত হন।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন