নওগাঁর পোরশা উপজেলার শিশা-শিবপুর সড়কের মাটিন্দর ব্রীজের নিকট ট্রাকের ধাক্কায় বশির মোল্লা (৬৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পোরশা থানার ওসি শাহীন কামাল জানান, নিহত ভ্যানযাত্রী বশির মোল্লাসহ ৫ জন যাত্রী শিবপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা যাত্রী বশির পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানে থাকা আরও ৪ যাত্রী আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা