নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জামাতা আলমগীর হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় আব্দুল কাদেরের স্ত্রী।
ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ব্রাক থেকে নেওয়া একটি গরু জামাতা আলমগীর বিক্রি করে দিতে চাইলে তার স্ত্রী রীনা ও শাশুড়ি ফাতেমা বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আলমগীর শাশুড়িকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা মারা যান।
নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনা হচ্ছে। ঘাতক আলমগীরকে খুঁজতে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/১ মার্চ ২০১৬/ এস আহমেদ