বগুড়ার শেরপুরে সেপটিক ট্যাঙ্কের বিষক্রিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন শেরপুর উপজেলার ঝাঁঝর বিনোধর গ্রামের শাজাহান আলীর পুত্র জহুরুল ইসলাম (২৫) ও নলডাঙ্গা গ্রামের ইমদাদুল হকের পুত্র সাগর রহমান (২০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর পৌর শহরের উপজেলা হাসপাতাল রোডের আবুল কালাম আজাদের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতরে নেমে কাজ করার সময় বিষক্রিয়ায় অসুস্থ্য হন জহুরুল ও সাগর। তাদের সাড়া শব্দ না পেয়ে অন্যরা তাদের ডাকাডাকি করেন। কিন্তু তারা সাড়া না দিলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এসে এ দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় বাড়ির মালিক আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় বাড়ির মালিককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব