কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং খারাংখালীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জয়নাল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন ১০ জন।
ধবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের পশ্চিম দিকে স্থানীয় ইউপি সদস্য জাহেদ মেম্বরের গ্রুপের সাথে একই এলাকার আবু ছিদ্দিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
নিহত জয়নাল হোয়াইক্যং পূর্ব মহেষখালীয়াপাড়া এলাকার বাইলার ছেলে। আহতদের কক্সবাজার ও টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৬/মাহবুব