বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, বর্তমান সময়ে সুশিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে দেশের সকলকে আধুনিক তথা ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হতে হবে। সারাদেশে একযোগে উপজেলা আই.সি.টি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UTRCE) এর ফলক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ডা. মোজাম্মেল হোসেন আজ বুধবার মোরেলগঞ্জ উপজেলা আই.সি.টি ট্রেনিং সেন্টার’র ফলক উন্মোচন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ