সিরাজগঞ্জে সিএনজি চাপায় জরিনা বেগম (৫০) নামে এক বিধবা নারী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়ীয়া কাঠালতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা খাতুন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর বনবাড়ীয়া গ্রামের মৃত হাসেন আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা এরশাদ আলী জানান, দুপুরে গৃহবধূ জরিনা রাস্তার ধারে খড় কুটো কুড়াচ্ছিলেন । এ সময় কড্ডা থেকে সিরাজগঞ্জগামী একটি সিএনজি পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পরিদর্শক সেলিম আহমেদ জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ