বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা সভাপতি নুরুল আমিন খানের সভাপতিত্বে ও জেলা যুগ্ন সাধারণ সম্পাদক সামছুদ্দোহা মিঠুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক ভিপি ও বিএনপির নোয়াখালী শহর শাখার সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম কিরণ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, সাবেক ভিপি ফজলে এলাহী পলাশ, সাবেক ভিপি ও সদর উপজেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুল করিম মুক্তা, ছাত্রদল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, নোয়াখালী শহর শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন প্রমুখ।
সমাবেশে বক্তারা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন সমূহের কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ