নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে সাবেক এমপি মোহাম্মদ আলী সমর্থিত আ'লীগের বিদ্রোহী নেতা কর্মীদের সাথে দলীয় (নৌকা মার্কা) কর্মীদের সংঘর্ষের পর তা বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত আ'লীগের বিদ্রোহী প্রার্থী নেতা কর্মীদের সাথে ও নৌকার প্রার্থীদের মধ্যে চর ইশ্বর, চর কিং, জাহাজ মারা, সোনাদিয়া ইউনিয়নে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০-৫০ আহত হয়। এ সময় ২০টি মোটরসাইকেল ভাংচুর ও ৫টি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শুক্রবার রাতে চর ইশ্বর ইউনিয়নের বাংলা বাজারে আ’লীগের প্রার্থী আলা উদ্দিন আজাদের নির্বাচনী অফিস উদ্বোধনের সময় দলীয় বিদ্রোহী মোহাম্মদ আলী সমর্থিত প্রার্থী আঃ হালিম আজাদ কর্মীরা হামলা চালায়। এ সময় তারা ২৫টি মোটরসাইকেল ভাংচুর ও ৫টি ছিনতাই করে। এতে ২০ জন আহত হয়। একই ভাবে চর কিং ধনিয়া বাজারে আক্রম উদ্দিন নৌকা সমর্থিত ও মহি উদ্দিন বিদ্রোহী (চেয়ারম্যান প্রার্থী) এর মধ্যে সংঘর্ষ হয় । এতে ১০ জন আহত হয়। জাহাজ মারা ইউনিয়নের জাহাজ মারা বাস স্টান্ড সিরাজ উদ্দিন (নৌকা) চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী মাসুম বিল্লার কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ১০ আহত হয়।
সোনাদিয়া সেকু বাজারে নৌকার নুরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী ইয়াসিন আরাফাতের কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। আহতদের কে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন