কুমিল্লার চান্দিনায় সানি (৩৫) নামে দেড় বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার চান্দিনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তৃতীয় স্ত্রীর দায়ের করা মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তিনি।
সানি চান্দিনা পৌর সদরের মহারং গ্রামের মদন মিয়ার ছেলে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, সানি এ পর্যন্ত সাতটি বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রী একই উপজেলার দোতলা গ্রামের আব্দুল হাকিম এর মেয়ে দুই সন্তানের জননী সুমি আক্তার যৌতুক আইনে ২০১৪ সালে মামলা দায়ের করেন।
২০১৫ সালের ০৫ নভেম্বর সানিকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন আদালত।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান এসআই।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন