জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মানের নেতেৃত্বে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও জোরপুর্বক সীল মারার ঘটনা ঘটেছে।
পুলিশ ব্যালট বাক্স রক্ষা করতে ৩ রাউন্ড গুলি ছুঁড়েছে। এ ঘটনায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ছমিজার রহমান জানান, দুপুর দেড়টার দিকে সোলায়মান আলীর নেতৃত্বে বহিরাগত কিছু লোকজন কেন্দ্রের ভিতর ঢুকে সিল মারতে শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে ব্যালট পেপার ছিনাতাই করে পালাতে থাকে। এ সময় পুলিশ গুলি ছুড়লে তারা ছত্রভংগ হয়ে যায়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর চৌধুরী জানান, এস এম সোলায়মান আলী তার নিজস্ব লোকদের জেতাতে ভোটকেন্দ্রে ঢুকে ভোট ডাকাতি করতে চাইলে হট্রোগোল শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মারতে ধাওয়া করে। বাধ্য হয়ে বগুড়া প্রেসক্লাবে এসে তিনি সন্ধ্যার পর সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় তার সমর্থক ৫ জন শ্রমিককে মারধোর করা হয়। শনিবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ১৩টি সম্পাদক মন্ডলী ৬টি কার্যকরী সদস্যসহ মোট ১৯টি পদের জন্য প্রায় ৭৫ জন শ্রমিক প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিল।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন