বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১০টি হরিণের চামড়াসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) একটি দল।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে চামড়াগুলো আটক করা হয়।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাসস্ট্যান্ড সংলগ্ন চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিক্রির উদ্দেশে রাখা ১০টি হরিণের চামড়াসহ দুইজনকে আটক করা হয়। তবে অপর একজন পালিয়ে যায়।
আটকদের ও চামড়া পটুয়াখালী র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন