'অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য র্যালি ও মানবনন্ধন হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তা আয়োজিত হয়। আজ সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে প্রধান প্রধান সড়কে র্যালি অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত ইউএনও মো. সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ