বাগেরাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তুতি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। ওয়ার্ল্ডভিশন মোরেলগঞ্জ এডিপির সহযোগিতায় উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আজ রবিবার বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব, ওয়ার্ল্ডভিশনের প্রোগ্রাম অফিসার ফুলি সরকার ও সমর হালদার উপস্থিত ছিলেন। 'অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস ২০১৬।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ