কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় শাহিন (২৭) ও আশিক (৩০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু নামে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার সকাল ১১টায় শহরতলীর জগতি এলাকার আনিস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা পেশায় মিস্ত্রী। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে।
থানা সূত্রে খবর, কুষ্টিয়ার শহরতলীর জাগতিতে আনিস মোল্লার নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা তৈরি করছিলেন মিস্ত্রিরা। সকালে ট্যাংকের ভেতরের কাঠ ও বাঁশ বের করার জন্য শাহিন ও আশিক ট্যাংকের ভেতরে ঢুকলে সঙ্গে সঙ্গে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় উপরে থাকা মিঠু মাথা ঘুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা