আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে পুলিশি অভিযানে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও ঘর-বাড়ি ভাঙচুরের তিনটি মামলায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবি ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের মকসেদ মাডালের ছেলে।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শনিবার রাতে নজরুল ইসলাম, আবুল হোসেন ও শিমুল নামে তিন ব্যক্তি বাদি হয়ে রবিকে প্রধান আসামি করে তিনটি মামলা দায়ের করেন। পরে শহরের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান রবি ও তার দলবলসহ বিভিন্ন এলাকা থেকে এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন গ্রামে।
এ ব্যাপারে থানা হাজত থেকে চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, আমি একজন রানিং জনপ্রতিনিধি, জেলা যুবলীগ ও থানা আওয়ামী লীগের সদস্য। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা