দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আগমণকে ঘিরে নীলফামারীতে পৃথক দুটি গ্রুপ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জেলা জাতীয় পার্টির কাউন্সিল উপলক্ষ্যে রবিবার সকাল এগারটায় জেলা শিল্পকলা অডিটরিয়ামে দ্বিবার্ষিক-সম্মেলনের আয়োজন করে দলের দুই যুগ্ম-আহ্বায়ক সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী ও মাহবুব আলী বুলু। একই সময়ে শিল্পকলা অডিটরিয়ামের মাত্র পাঁচশত গজ দুরে এইক কর্মসূচির আয়োজন করেন বর্তমান আহ্বায়ক ও বিরোধী দলের হুইপ শওকত চৌধুরী এমপি ও সদস্য সচিব সাজ্জাদ পারভেজ গ্রুপ।
এদিকে, পৃথক দুটি স্থানে সম্মেলনের আয়োজন করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পৃথক দুটি কর্মসূচী থেকে সাধারণ নেতাকর্মীদের নিজ নিজ অনুষ্ঠানে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। তবে শেষ পর্যন্ত দুপুর সোয়া একটার দিকে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ শিল্পকলা অডিটরিয়ামের সম্মেলনে যোগ দেন।
পৃথক দুাট সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা থাকলে বিষয়টিকে স্বাভাবিক মনে করছেন এরশাদের ছোট ভাই দলের কো-চেয়ারম্যান জি.এম. কাদের। তার মতে দলে কর্মীসংখ্যা বেশী হলে সেখানে এরকম প্রতিযোগিতা থাকতে পারে।
বিডি-প্রতিদিন/ ০৬ মার্চ, ২০১৬/ রশিদা