সর্বক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন। আজ রবিবার বেলা ১২টার দিকে শহরের আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাঝে বক্তব্য দেন পাবনা মহিলা পরিষদের সভানেত্রী পূরবী মৈত্র, সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, নারী নেত্রী শামসুন্নাহার বন্যা, মানবাধিকার কর্মী আব্দুল মতীন খান প্রমুখ। বক্তারা বলেন, প্রতিদিন দেশের সর্বত্র ঘরে ও কর্মক্ষেত্রে নারীরা নিগৃহীত হচ্ছে। প্রশাসনের অবহেলা এবং আইনের ফাঁক ফোকরে অপরাধীরা ছাড় পেয়ে যাওয়ায় বন্ধ হচ্ছে না নারী নির্যাতন। বক্তারা অবিলম্বে নারী নির্যাতন বন্ধে আইনের সঠিক প্রয়োগ ও প্রশাসনের নজরদারীর দাবী করেন। সেইসাথে পারিবারিক নির্যাতন বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তারা।
বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ